রেজিস্ট্রেশান হল। এখন সফটওয়্যার টি নামাই এই লিঙ্ক থেকে Download Script
oJooo.rar ফোল্ডার টি কে আনযিপ করি। সেখানে opera-12-14-Opera_1214_int_Setup.exe এবং ojooowad.js নামে দুটি ফাইল দেখতে পারবেন। প্রথমে অপেরা টি ইন্সটল করে নিন। অপেরা ব্রাউজার টি ওপেন করুন। তারপর oJooo.com যেয়ে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। অপেরা মিমিমাইজ করুন।
এখন আপনার C ড্রাইভ এ Program Files > Opera তে যান সেখানে একটি ফোল্ডার তৈরি করুন। ফোল্ডার এর নাম দিন Scripts
Scripts ফোল্ডার এ যান এবং ojooowad.js ফাইল্টি আনযিপ ফোল্ডার থেকে কপি করে এই ফোল্ডার এ পেস্ট করুন।
এখন অপেরা ব্রাউজার এ মেনুতে ক্লিক করুন >settings > preference > Advanced > Content > Java Script Option > User Java Script Folder থেকে আপনার Scripts ফোল্ডার টি দেখিয়ে দিন (যেই ফোল্ডার এ আমরা ojooowad.js ফাইল টি রাখছি। (C:\Program Files\Opera\scripts) নিচের ছবি অনুসরণ করুন
শেষ ধাপ।
অপেরা ব্রাউজার এ মেনুতে ক্লিক করুন >settings >quick preference > open all popup click করুন। ব্যাস কাজ শেষ। এখন মেজিক শুরু। এখন আপনার ojooowad. এর paid to click ads এ ক্লিক করুন। আপনাকে এখন থেকে র কিছু করতে হবে। যা করার বস নিজে নিজে এ করে নিবে। আশা করি বুজতে পারছেন।
বিঃদ্রঃ অপেরা আপডেট দিবেন না।